কবিতায় সংযুক্তা মজুমদার

পাতা ঝরার গল্প…
হেমন্তের গন্ধটা এমন বিষাদ মাখা কেন?
সারাদিন যতবার যেদিকে তাকায় রাই
সব ঝাপসা দেখে,
হালকা জলের ধারায় শুকনো চিবুক
চিকন হয়ে ওঠে
মনের তো সময় নেই খারাপ হয়ে যাওয়ার
কাজের পাহাড়ে সে ডুবে থাকে, তবু
ফাঁক পেলেই খরস্রোতা তিস্তা
কুলকুল করে বইতে চায়
রাই ভাবে, ঋতুচক্রের মত
মনের চক্রটাও ওঠানামা করে বোধহয়
কারণ ছাড়া, বাঁধন হারা
কি যে বলে বোঝা দায়
রাই কেবল পাতাঝরা দেখে
আর নিজেও ঝরে যেতে চায়…