কবিতায় শুভদীপ মাইতি

দশমিক

১|
একান্ন পিঠে ভেঙে যাচ্ছে জলছাপ!
সমস্ত উপকূল জুড়ে নুন। খুব একা

একটি মাত্র ছায়া

২|
আমাদের শ্রবণ ইন্দ্রিয় জেগে আছে।
গভীরে একটি দরজা তলিয়ে যাওয়ার

অথচ খুলছে না!

৩|
ছিঁড়ে গেছে। অতলে
টুক করে নিভে গেছে আলো

মৃত্যুর প্রতিটি শিয়রে জ্বলে আছো তুমি

৫|
অনুগত সারমেয়রা চাটছে।
চার অক্ষর প্রাপ্তি নিয়ে খেউড়। বরাহনন্দন

৬|
ব্যবধান তো ইলাস্টিক। টানলে বাড়ে।
বৃদ্ধি মানেই পেরিয়ে যাওয়া

অবশেষে ডুবে যাচ্ছে মুখ

৭|
লোকাল ট্রেনের মতো আমাদের ইন্তেজার।
এক একটি প্ল্যাটফর্ম আসছে। চলেও যাচ্ছে

৮|
আমি ও আমার ঈশ্বর নগর কীর্তনে বেরোতেই,
সরে যাচ্ছে, পরিযায়ী পাখিদের দীর্ঘ সারস পথ

৯|
সেতুর এপারে জন্মান্তর। ওপারে দুটি শক্ত দড়ি
ঝুলে আছে

আমি জড়িয়ে ধরতে চাইলেই
আলভিদা বলে চলে যাচ্ছে মায়া

১০|
ঈশ্বর ও আমি সূর্যস্নানে ভেঙে ফেলছি প্রহর

শস্যক্ষেতে রোদ ফিরে আসতেই
ভেঙে যাচ্ছে ভ্রম।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।