প্রেমজ আলিঙ্গনে কবিতা যাপনে সোনালি

প্রেম নয় তো
ভালবাসি ? না বাসিনা ।
পছন্দ নয় সবটা তোমার ।
চুলের কাট , বা হাঁটার ছন্দ
কথার কায়দা ,রংটা জামার –
পছন্দ তো মিলছে না ঠিক ।
ধুত । কে বলল ভালবাসি ।
একে বারে অন্য মেরুর
আন পৃথিবীর আদিবাসী ।
কোথায়ে আমি তাঁতের শাড়ি
কাজল টান আর খোঁপায়ে মালা ।
ডিস্ক পার্টি আর পাঁচ তারাতে
তোমার রাত্রি নিওন জ্বালা ।
স্কচের আভিজাত্য মেপে
পাতিয়ালায় আঁধার টানে ।
শূল্য পক্ক মাংস মেজাজ
খুসবু ছড়ায় গজল গানে ।
তোমার চোখ তো আনবাড়ি যায় –
দৃষ্টি উছল অন্তর্বাস
লেপটানো জিন্স ,খাঁজের ঝিলিক
ম্যাট ফিনিস আর ফ্যাশান সুবাস ।
আমি তো নয় সে দল ভুক্ত ।
পছন্দ ফর্ম ফাঁকাই থাকে ।
ভিন্ন রসের রসিক দুজন
রুচির চলন উল্টো বাঁকে
তোমার হাতে পদ্য –শাড়ি
চন্দন তার সুবাস ছড়ায়