পাখিরা ডেকে ওঠে ভোর হবে বলে
এলার্ম ঘড়ি টাও বেজে ওঠে বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়ে।
মাথা ধরে যায়, বুজে আসে চোখ ঘন কুয়াশায়…
দৈনন্দিন বেড়াজালে শহর হেঁটে চলে
– ক্লান্তি জড়ানো পা’য়।
একটু একটু করে সকাল থেকে দুপুর
কন্ কনে ঠান্ডাতে কেমন যেন ঝিম্ মেরে থাকে সন্ধ্যে।
উষ্ণতা খুঁজতে ব্যস্ত যে যার মতো
কেউ বা রাস্তাতেই থেকে যায়-