কত দিন আগের এক মকর সংক্রান্তির ভোরে এক জন ডানপিটে মানুষ পৃথিবীতে এসেছিলেন।
বর্ণাশ্রমকে জন্মগতভাবে বিভাগ করার অন্যায়ের বিরুদ্ধে একটা দেশকে দাঁড় করিয়ে দেয়া এক বিপ্লবী, শ্রীরামকৃষ্ণ, সেই কলকাতার নতুন মানুষ, নরেন্দ্রনাথ দত্তের হাতে গেরুয়া মশাল ধরিয়ে বলে ছিলেন “লোকশিক্ষে” দিতে ।
তাই বিবেকানন্দ জগৎসভায় দেশের পরিচয় রেখে এসেছিলেন আলোর অক্ষরে। আজও সারা বিশ্বে তিনি মানুষের ধর্মের পূজারি বলে প্রণাম পান।
আর এ দেশের সমস্ত মেয়েও তাদের মাথা তুলে দাঁড়ানোর অধিকার এবং শিক্ষার অধিকার পাওয়ার জন্য আশিরোনখ কৃতজ্ঞ থাকে এই মানুষটির কাছে। কারণ সাগরপারের নিঃস্বার্থ সিংহিনী লোকমাতা নিবেদিতাকে এ দেশে না পেলে, এই আমাকে ডাক্তারি বা লেখালেখি কোনটাই আজ করতে হত না।
তাই আজ জন্মদিনে প্রণাম জানাই সেই উজ্জ্বল আলোকে। প্রণাম।