কবিতায় শুভদীপ মাইতি

যে পথে মেরিলিন মনরো
আবারও একটি মুখচোরা মেঘে যখন গাঢ় হচ্ছে মনখারাপ
আমাদের নিকানো উঠোনে এল-ই-ডি বাল্বের মতো জ্বলে ওঠে
গোপন আত্মহনন। একটি অসফল চিরকুটের হাড়গোড়
অথচ সে ধরে রাখতে পারেনি বলেই
পরিপাটি টিস্যু পেপারে সযত্নে জমা হচ্ছে অশ্রু।
প্রবাসীর বেতবন জুড়ে এই যে আঁচড়, তাকে জাপটে ধরি, চুমু খাই
আজন্ম লালন করি ক্ষরণ
থানকুনি শাকের ক্ষেতে আমি রেখে এলাম বিকারগ্রস্ত অবসাদ
পথ একটি গমন বিষয়ক, লক্ষ্যভ্রষ্ট ভ্রম। রোদ উঠলেই বিলুপ্ত হয় ছায়া
একটি অজ্ঞাত লিফাফা থেকে যখন আলো দেখছে মেরিলিন মনরো
গোটা প্রতিলিপি জুড়ে ক্লিভেজের খাঁজে ফসকে যাচ্ছে লিরিল সাবান।