কবিতায় সংযুক্তা মজুমদার

আঙিনা
আল্পনা দিয়ে নিকোন আঙিনায়…
সবুজ ঘাসে শিশির ভেজা পায়ে
আসবো ঠিক তোমার ঘরে আমি
ভরাবো জীবন উষ্ণ ভালোবাসায়…
এমনি ছিল ছবিটা ভবিষৎএর
আকাশটা মেঘলা ছিল খুব
বন্যা হবে জানতাম মনে মনে
জেনেশুনেই দিয়েছিলাম ডুব
ঠেকলাম তীরে শুন্য খেয়া ঘাট
অচেনা মুখ অচেনা শহর গলি
ঝলমলে নিস্তব্ধ রাজপাট
মুখোশ পরে সে পথে আমিও চলি
চোখ আবছা আতশ কাঁচে ঘেরা
সিঁদুরে মেঘ চিনতে শেখেনি
সময় এবার হারিয়ে বাড়ি ফেরার
আল্পনা আজও আঙিনা দেখেনি…