দশক পেরিয়ে এক সন্ধি,
সান্ধ্য লগ্ন সুর পেরিয়ে রাত্রির পূর্বকান্তির অপূর্ব সমাহার!
একে একে মুখোজ্জ্বল নৈপুণ্যভাস্কর্যে মুখর প্রিয় ভাস্কর,
সুশীল, শ্রীদাম, ও রাজেশ মহাশয়ের পাশাপাশি অমিত রঙিন।
ওই যে সুধাকৃষ্ণ, শ্যাম নিমাই কালিপদ আর কিঙ্করের
কিঙ্কিনীরূপেষু ঝঙ্কারে ঝঙ্কারে মুখরিত;
অথচ প্রশান্ত, শান্ত মহাসাগরের দক্ষিণাংশের মতো যেন স্থির!
দত্ত বিশ্বজিৎ, বিক্রমাদিত্যের প্রবল প্রতাপ
ম্লান আলো করে দেখা দেওয়া ওই যে স্নিগ্ধ, সুন্দর শ্রীরূপীকথোপকথন দরদী উঠে আসা
আমাদের সহৃদয় প্রচেষ্টা শিবিরে ফুল হয়ে ফোটে,
তার সৌরভ, তার সহস্র সাংসারিক দ্যুতি,
কাকা-ভাইপো সহ স্পেকট্রামের কাঙ্খিত বর্ণচ্ছটায়
ছড়িয়ে থাকুক আজীবন যেন, হে বন্ধুজন!