উর্বর মাটি, অজস্র জল, আরামের উত্তাপ। শস্য বেড়ে উঠে খাদ্যের জোগান দিতে প্রস্তুত বাকি সব প্রাণীকে।
ভারতবর্ষ উপমহাদেশে কৃষি প্রধান পেশা হওয়াটাই স্বাভাবিক এবং কাম্য ও।
তবে কেন সেই পেশার মানুষের কাছেই খাদ্য বস্ত্র অর্থ স্বাচ্ছন্দ্য পৌঁছাতে পারছি না আমরা। দিনের পর দিন কৃষকরা এই শীতে খোলা মাঠে, মহামারীর আতঙ্কের মধ্যে পড়ে রয়েছেন প্রতিবাদ জানাতে।
বাকি পেশার মানুষ আমরা এদের পরিশ্রমের শস্য ফসল ব্যবহার করে আরামে ঘুমিয়ে পড়ছি রোজ।
এত উদাসীনতার অধিকার আছে কি আমাদের?
সরকার মানে আমাদেরই প্রতিনিধি কিছু মানুষ। তাদের কাছে সম্মিলিত ভাবে বাকি পেশার মানুষদের ও দাবী করার সময় আসেনি কি যে, ওঁদের বক্তব্যকে গুরুত্ব দেওয়া হোক।
তথাকথিত শিক্ষিত মানুষ ঘুম ভেঙে উঠে বসুন দয়া করে।
খাদ্য মুখে তোলার আগে কিছু অপরাধবোধ জাগিয়ে তুলুক দামি পানীয়ের ঘোরে ডুবে থাকা বিবেক।
রাজনীতি দূরে থাক। চলুন মানুষ হিসেবে দেশের প্রধান খাদ্যের জোগানদারদের পাশে দাঁড়াই।