কবিতায় সুমিত মোদক

বর্ষামঙ্গলে
আপোষ করতে করতে এক সময় হতাশা ঘিরে ধরে ,
ঠিক তখনই জন্ম নেয় ঘোর অমাবস্যা ;
জেগে উঠে রণচণ্ডী …
যে মেয়েটিকে সকাল সন্ধ্যায় দেখতাম জীবন সংগ্রামে ,
সেই মেয়েটি আজ পথে নেমেছে বর্ষামঙ্গলে ;
ভোররাত থেকে এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে ;
ভাসিয়ে নিয়ে চলেছে রাতের কান্না সকল ;
তার পর সেই কান্না খাল বিল হয়ে নদী ,
নদী থেকে সমুদ্রে মিশে যাবে ;
সে কারণে মেয়েটি দু হাত দিয়ে আটকানোর
আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ;
ধ্বংসের মুখে দাঁড়িয়ে নিজেকে দেখে নেওয়াটা
মোটেই সহজ কাজ নয় ;
তবুও তো এখনও কিছু মানুষ আছে যারা
দরবারী রাগে ডুবিয়ে রাখতে পারে মধ্যরাত ;
আশায় থাকে ভৈরব রাগের ;
মেয়েটি হেঁটে চলেছে সামনের দিকে ;
যেখানে এখনও রূপকথারা বেঁচে আছে নিজস্ব ছন্দে ;
মেলে দিচ্ছে ডানা গুলি …
জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আসা অজস্র ভয়
ঢুকে পড়তে চায় লোকারণ্যে ;
ভেঙে দিতে চায় সময়ের দুর্বল মেরুদণ্ড ;
খুলে দিতে চায় অসময়ের বন্ধ দরজা ;
বর্ষামঙ্গলে মেয়েরা ভিজে নিচ্ছে তৃতীয় নায়নে।