ক্যাফে কাব্যে সুব্রত মিত্র

বঙ্গধারা

শক্তিরা যেন আজ হয়েছে অস্বস্তি
কি করে তারে করব আমরা ভক্তি ?
অনেক কিছুই ভেবে গেলাম; কিছু করতে পারলাম না
করতে করতেই হেরে গেলাম; মরতে পারলাম না,

মসনদের ঐ চেয়ারে আছে বসে কে হায়রে
বিষম খায় বাঙালি সব; একত্রে আজ মাথা চাপরায় রে;
অগণিত দলদাস হয় আগুয়ান বারো মাস
মিথ্যে প্ররোচনা দ্বারা হয় নির্মাণ ইতিহাসের পরিহাস,

শক্তিরা শক্ত হয়; ভক্তিরা ভক্ত হয়
সমতল; দুর্বল; প্রতিকূল সব নাগরিক ওদের পায় ভয়;
আমরা এখন নির্বাক কুল; ঝরছে তাই স্বপ্নের ফুল
আফসোসই একমাত্র সম্বল; বাকি সবই ভুল,

ভুলের মাশুল দিচ্ছি তাই;
সকাল-বিকেল বাধ্যবাধকতায় দুষ্টু চক্রেরই গান গাই
হতাশ নাগরিকেরা হারায় হুশ;
সংবিধানের চূড়ান্ততে যেন বসে মোটা মোষ,

নীতির মালায় গাথা দেখো অবনতির পুঁথি
বেগতির সৃষ্টিকারী তার মাথায় আসেকি কখনো সুমতি ?
এখনো সময় আছে; সজাগ জাতি চাই
এই বঙ্গ সমাজে এখনো বেঁচে আছে মানুষ
শুধু সেই হারিয়ে যাওয়া বাঙালির মানসিকতা চাই,

এই বঙ্গ ধারায় সেই মানুষদের স্মরণ করবে যারা
তারাই পারবে উঠে দাঁড়াতে এবং দাঁড় করাতে
আজকের দিনেও প্রাসঙ্গিক পাশ্চাত্যে ফেলে আসা ছিলেন ঋষি মনিষী যারা।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।