কবিতায় সংযুক্তা মজুমদার

না
একটা তীব্র সচেতন ‘না’-বোধ থাকা খুব দরকার। অপছন্দের না, অ-ভালোবাসার ‘না’, অসুখের ‘না’, অভাবের ‘না’, অনিচ্ছার ‘না’,…
মাথা হেলানোর আসক্তি বড় ছিমছাম, বড় নির্বোধ…
একটা ‘না’ তোমায়
উপহার দিলাম—–
তুমি শিখে নিও
ভালো না লাগলে বলতে হবে- ‘না’
ভালো না বাসলে বলতে হবে- ‘না’
ভালো না থাকলে বলতে হবে- ‘না’
অনিচ্ছা গিলে গিলে অর্ধেক মানুষ হয়ে আছো নিজের ভিতরের আলো নিজেই দেখতে পেলে না শুধু সারাদিন, সারারাত, সারাবছর, সারাজীবন ঘাড় হেলিয়ে বয়ে গেলে, পাহাড় প্রমাণ মিথ্যে সুখের বোঝা
আজ জানতে পারলাম তোমার প্রতিটা নিশ্চুপ সম্মতির নাম ছিলো- ‘না’।