ক্যাফে কাব্যে সুব্রত মিত্র

অশনি সংকেত
আমি এখন কিছুই লিখছি না
আমি এখন কিছুই শিখছি না
আমি এখন কিছুই বলছি না
আমি এখন কিছুই চাইছি না।
আমি এখন করছি না ভ্রমণ
আমি এখন করছি না শ্রবণ
আমি এখন কিছুই করছি না গ্রহণ।
তবু আমাকে তুমি যদি কিছু বলতে দাও
আমি সব অকপট সত্য বলে দেব
তবু আমাকে যদি তুমি কিছু করতে দাও
আমি সব কিছু চুরমার করে ফেলে ন্যায্যতার দুর্গ করে দেব
আমাকে কিছুই করতে বলো না আর
আমাকে কিছুই ভাঙতে বলো না আর।
শখ করে চশমা পড়েছিল যারা
খুলে নেব তাদের চশমা
ইশারায় তামাশা করেছিল যারা
তাদের অকাট্য ভাষণের হবে মহড়া
আমি এখন কিছুই ভাবছি না
আমি এখন কিছুই মাপছি না
যদি শোনো কিছু শুরু করেছি
তবে একথা জেনে রেখো; আমি থামছি না।