কাব্যানুশীলনে সুপ্রভাত মেট্যা

শিশুটির শিক্ষার শিকড়ে জল ঢাললে,
বেড়ে ওঠা শালীনতায় একদিন তুমি নিজেকে পাবে আলো ।
আবিষ্কৃত নিজেকে তুমি নতুন ভাববে পৃথিবীতে ।
বিশুদ্ধ হাওয়ার শ্বাসে বুক ভরে নেবে কবিতা ।
ত্যাগে প্রসন্ন হওয়া মানুষের খাতায় নাম লেখালে
নিজেকে বাউল লাগবে ,আর
বিকেল উড়ে যাওয়া গেরুয়া ধুলায়
হলুদ-রোদ-মন পাখি হবে ফুড়ুৎ।
অপমান না ভুলে ফসল ফলাও যদি,
দীর্ঘ হতে হতে ক্ষেত,একদিন
পৃথিবী জুড়ে তোমার নতুন সূর্যসুখ,আনন্দ আর খুশি,
নেচে নেচে উঠবে স্নানে,আর
তুমি স্বপ্নের সফল হয়ে উঠবে এই গ্রাম ।