দিব্যি কাব্যিতে সুপ্রভাত মেট্যা

হিমের অক্ষরে

 

ভোরের শিশির স্পর্শে ,
পায়ে পায়ে এগিয়ে আসে আলো ।
টলমল রং ,শিশুলোকের পাতায় ঘুম ভাঙে।
আলতো কিশোর আঙুলে দৃশ্য পায় স্থির ।
কুয়াশা,আসন্ন শুরুর সময়ে উঠোন,
ভাই সোহাগের রোদ এসে ঝলমলিয়ে তোলে ।
পূবের ভালোবাসা তার গালে,ভারি শান্ত শিতল হাওয়া ,
হিমের অক্ষরে ঠাণ্ডা লাগায় ।
আর প্রাতঃভ্রমণ উঠে আসে ধীর ।
সূর্যের কিরণ-আশ্চর্যের তাপে হৃদয় ,
বরফ গলে জল হয়ে যায় ।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।