কবিতায় শিবাশিস মুখোপাধ্যায়

বঙ্কিম কাহিনিতে ঢুকে পড়া এক আগন্তুক
রাধাকৃষ্ণ এ জঙ্গল টেরাকোটায় ভরা
নিশুতি রাতে যখন ঢুকি, ফাঁকে ফোকরে চাঁদ,
পোড়োবাড়িতে প্রদীপ জ্বলে, শিখার নড়াচড়া
অন্ধকারে মোহর গোণে দুজন উন্মাদ!
বুড়ো ঘুমোলে গল্পে ঢুকে আঁচল ধরে টানি,
বাইরে এসে বুকে ঝাঁপায় ডাগর বৈষ্ণবী৷
‘ঘুম ভাঙাল আজ যখন তোমার হাতছানি,
আমাকে তুমি গ্রহণ করো, ছন্দে বাঁধো কবি৷’
পড়ে রইল গুপ্তধন, মোহর ভরা ঘড়া,
অন্ধকার পালিয়ে চলে, প্রহর কাঁপে শীতে,
ভোরের আলো সাজায় তাকে এমন অপ্সরা
নতুন করে কন্ঠি বাঁধে হরেকৃষ্ণ গীতে৷
সেদিন থেকে সব লেখায় তার কথাই বলি,
মাধুকরীতে সকাল যায়, দুপুরে অঞ্জলি!