সম্পাদকীয়

এই মহামারীর রেশ এখনো কাটেনি।
লক্ষ মানুষের প্রাণ গেছে।
তবুও যুদ্ধ?
যুদ্ধ কোন দিন কারো উপকার করে কি?
টেলিভিশন দেখাচ্ছে রাশিয়ার মানুষ প্রাণপণ প্রতিবাদ করছে সেইন্ট পিটার্সবার্গ এর রাস্তায়।
বন্ধ হোক যুদ্ধ।
কেউ কর্ণপাত করছে কি?
” তোরা যুদ্ধ করে করবি কি তা বল… ”