T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় শান্তা কর রায়

থমকে দাঁড়াই

আমার আটচালা জুড়ে তোমার ঘ্রান
নীলাভ পুরুষ তুমি আনন্দরঙের বাড়ি করে দেবে বলে
সেই যে পড়ন্তবেলায় পালিয়ে ছিলে
পিছনে অপেক্ষায় তোমার শীতের পরের আকাশ ।
তারাদের কাছে সে গতির খতিয়ান,
চেপে ধরা আগুন আর শান দেওয়া ছুরি
ফিরে পেয়েছে আগের জৌলুস
জলযানের মতো প্রশ্রয়ে পাশে ছিলাম ।
কথারা সংকেতকে অগ্রাহ্য করার শক্তি রাখে,
বুক থেকে পায়ের পাতা পর্যন্ত আলগোছে
গুণটান বুঝে অনুমতি দিয়েছিলেম
আজও তেমনি উড়ে যাচ্ছো বোতামে অথবা
অবিশ্বস্ত ভোরে ।

এইতো সেদিন তুমি নষ্টি অজুহাতে খোঁড়া হয়েছিলে
সারাপথ নির্বাক ছবি এঁকে দিয়েছিলে ।
বিকেলের বাইবেল হঠাৎই বন্ধ করে
অনন্তজীবন থেকে দূরে মেঘালয় ঘুরে ,
আঙুল ছুঁয়ে দাঁড়িয়েছে আজ নীলার্ধ অন্যপুরুষ
তাকে দিই মেঘের বাড়ি,পশমের ঝালর কুরুশ ।
তুমিও ভাবতে বসো,এ আমি কোন্ দরজা
দিন গুনছি বলেই কি আর অলক্ষিত সেই প্রতীক্ষা !!
মেঘেরা অভিমানি ঝরবে এই অবেলায়
হাঁটুজল বলবে জানি কথারা যা যা বলায় ।
জেটিপথে তোমায় দেখা,লিখেছে নতুন নাগাল
জড়িয়ে আসছে গলা , চাঁদ মাস্তুলে জাল ।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।