কবিতায় সন্দীপ কুমার মিত্র

ছোঁয়া
কাবিতা লিখবো বলে তো বসিনি
তবে জানি না, কাব্যলেখা, কখন তুই
আমাকে বেঁধে ফেললি কলম পাশে—
মন হলো উড়ুউড়ু
রুক্ষ চুলে চিরুনি হলো ত্যাজ্য
মন ভরা বোশেখে মেঘ খুঁজে চললো
আমি হারিয়ে গেলাম তোর স্নিগ্ধ হাসির জালে।
সেই প্রথম ভালবাসার পরশ দিলি হিয়ায়
জানিস, কাব্য লেখা হতো না কিছুই
ঝড় চলতো মনে, আর তুই মিটিমিটি হাসতিস
আমার দৃষ্টির অগোচরে।
ভাবতিস আমি দেখিনি,
বুঝিসনি তুই, হারিয়ে গেছি কোন নিশাচর পাখির ডানায় ভর করে—
আর হিয়ায় বসে তুই ধরেছিস
তানপুরায় সুরের আলাপন
ভেসে গেছি দূর থেকে সুদূরে।
হাঁপিয়ে গিয়ে যখন এসেছি ফিরে
দেখি তুই আমার পাশে নেই!
অবাক হয়ে দেখি খাতার সাদা পাতাটা
হাওয়ায় গেল খুলে।
যেন আমাকে বলছে,
এইতো এখানে আমি ধরো,
কলম ধরে আমার, পরশ নাও
জল ছপছপ চোখে কি জানি কি হলো লেখা—
তবে, সেদিন পেয়েছি তোর ছোঁয়া কাব্যলেখা।