কবিতায় সন্দীপ কুমার মিত্র

অপরিবর্তনীয়
এলে যদি, তবে কেন করে এলে দেরী
কি আশ্চর্য, আজও মানুষটা কেন করছে ফেরি
ভেবেতো দেখিনি কেউ, সেই যে কথার ঢেউ
কোথা হতে এলো তারা, গেল কোথা চলে॥
শুনেছি পৃথিবীর কোনো শব্দ মুছে যায় না
যায় না মোছা কখনো কোনো বুদ্ধি বলে
তবে কি তারা সব মিথ্যা হয়ে গেল
নাকি শুনতে না পেলেই সেটার সত্যতা মৃত!!
আজকাল যদিও সত্য পুড়ছে খরায়, চিতায়, মননে, হৃদয়ে,
এমনকি বুদ্ধিতেও অপমৃত্যু হচ্ছে বারবার
বড় অসহায় হয়ে জারজ সন্তানের মত
পিতৃমাতৃহীন হয়ে আজ সমাজের উচ্ছিষ্ট হয়েছে॥
বিমাতৃসুলভ আচরনে বঞ্চিতদের দলে নাম লিখিয়েছে
তবু সত্য এক ও অপরিবর্তনীয় রয়ে গেছে॥
পৃথিবীর তিন ভাগ জল আর এক ভাগ স্থল
মহা প্রলয়ের পরেও স্থলভাগ নিশ্চিহ্ন হয়নি
স্থান পরিবর্তন হয়েছে মাত্র
তেমন সত্যকে ঢাকা দেবার ঐকান্তিক চেষ্টা বারবার বিফল হয়েছে
পদানত হয়েছে মিথ্যা॥