কবিতায় সন্দীপ কুমার মিত্র

নো টেনশন
জানি, এই মধ্যরাতে
সবাই যখন ঘুমে
আমি তখন ঝুঁকে পড়ি
কলমটাকে চুমে।
নানান কথা ঘোরে মাথায়
হরেক স্মৃতির টুকরো
সাদা খাতায় আঁকি বুকি
কেউ সোজা, কেউ বক্র।
এতো সাজাই নানান ভাবে
গোছাই কতো আপন করে
বৃষ্টি থামে, মেঘ ফেরে হায়
গদ্য, ঢোকে ছন্দ ঘরে!!!
ঘুম, কখন দিয়েছে ফাঁকি
ধরা দেয় না দুচোখে
কাব্য লেখা হয় না, আমার
মরি ভীষণ শোকে।
রবি ঠাকুর নইকো জানি
আমি নই তো সুকান্ত
আনন্দ পাই কলম কথায়
যদিও, বানান ভুল অনন্ত ।
শিক্ষা আমার ভীষন যে কম
তবু ইচ্ছা করে লিখতে
ধরিয়ে যদি দেয় গো কেউ
চেষ্টা করি তা, শিখতে।
আমি কি আর ছেলে-মানুষ
স্মৃতির গোড়ায় কুয়াশা
আজ বললে কাল ভুলে যাই
হচ্ছে বড়ই ধোঁয়াশা।
এসব নাকি কি নাম বলে
আলঝাইমার, পার্কিনশন
যাহোক হবে আমার তাতে
নেই কোনো টেনশন।