কবিতায় সন্দীপ কুমার মিত্র

পিতৃপক্ষের শেষে
সারারাত অপেক্ষা কখন আসে ভোর
ঘুমহীন চোখগুলোর কেটে যায় ঘোর
চান্ডীপাঠ হবে শুরু বীরেন ভদ্রের সুরে
রওনা দেবেন মাদূর্গা হিমালয় ছেড়ে।
পিতৃপক্ষের শেষে দেবীপক্ষের শুরু
রাতের অন্তিমে করে বুক দুরুদুরু
দেবীর বন্দনায় তখন মুখরিত বাতাস
পেঁজা তুলো মেঘে সেজেছে আকাশ।
পিতৃপক্ষের শেষে জাগেন মহিষাসুরমর্দিনী
ভৈরবী নাচে মেতে অসুরদলনী
মহালয়ার ভোরে যুদ্ধ অসুর নিধন
অসিতে মহিষাসুরের মুন্ড করেন ছেদন।
নবকলেবরে করে অসুর ভয়ঙ্কর লড়াই
দেবীর ত্রিশূলে নিপাতিত অসুরের বড়াই
স্বস্তি শান্তি আনেন মা শান্তিরূপিনী
মহালয়ার ভোর শেষে মা দুর্গতিনাশিনী।।