সাতে পাঁচে কবিতায় সঞ্জয় কুমার কর্মকার

অনুরাগ
নির্মম বাস্তবতায় অনন্ত অশেষ বেঁধে স্বপ্নের ঘুড়ি ভেসে যায়।
দৃষ্টির অন্তরালে সীমাহীন পরিহাস, চারিটা দিকে দিকে জীবনটা যেন উত্তপ্ত আলোয় প্রতিশোধের আগুন জ্বলে যায়।
স্পষ্ট স্তরে যন্ত্রণাময় আশঙ্কা নিয়ে ভালোবাসার বর্ণ ভুলে যায়।
অকৃতজ্ঞ ভাল লাগাটা মনে ও রাখেনা কেউ…
নিরন্তর অন্যকরণ,আশ্বাসের
প্রতিমূর্তিতে পরান ভেঙে অযথা দিব্য হাসি।
আধাঁর ভুলে অপার সৌন্দর্যের মাঝে আচ্ছাদিত অসংখ্য কতোই উঁচু-নিচু…
বর্ণিল জীবনধারাটা এখন কতোই দৃশ্যসহ,
একটা নিশ্চিন্তির মধ্যে নির্ঘাত একটা গল্প সাজিয়ে জীবনটা বয়ে যায়…
ক্ষুব্ধ প্রভঞ্জনে কী অপূর্ব মায়া, মূর্ত-বিমূর্ত ইচ্ছেগুলো আজীবন ছিন্ন ছায়ার মতন জ্বলজ্বল করে।
অপার প্রকৃতিতে ফণা তোলা পাতার সম্ভার ছুঁয়ে রুদ্র আরাধনায় ব্যপ্তভাবে প্রাণে স্পর্শ করে যায়।
বৈধব্যের বেশেে আঁধার চিঁড়ে আজীবন ই মধুরিত আলো।
জ্যোৎস্নারাতে অনবদ্য গোপন সম্পর্কটা যেন সুগন্ধি ফুলের মতন গন্ধ ছড়িয়ে যায়।
সুবোধ্য অনুরাগে কোনো অন্তপথ নেই, না কোনো ছিদ্রপথ আছে।
অনন্ত আসঙ্গে নিস্তদ্ধ তীরে চেয়ে রয় অক্ষরে অক্ষরে কতোই বিনম্র লেখা…
জীবনের যথার্থ উপলদ্ধি গুলো যন্ত্রণার পথে বিবর্ণ ইচ্ছাগুলোর মাঝে রক্তবর্ণ অঙ্কুর দিয়ে নির্মল বাতাস ছড়িয়ে যায়।।