তুমি নেই —তবু তুমি আমার কাছে স্বর্গসুখ
তুমি আছো —অনুভবে, নিভৃতে
আমার অন্তস্থলে,
আমি খুঁজে বেড়াই —তোমার প্রিয় রঙ
লাল, নীল, সবুজ
তুমি বলতে ওরা কচিকাঁচার দল
ওরা রঙ্গিন, ওরা অবুঝ।
তুমি নেই —তবু তোমায় খুঁজি —
বিস্মৃতির অন্তরালে
তুমি নেই —তাই আমি হারিয়ে যাই
অজস্র কোলাহলে
তুমি নেই —সব কিছু হারিয়ে
বিলীন করেছো নিজেকে
তুমি নেই —তবু আছো আমার অস্তিত্বে
সময়কে রেখে ঢেকে।
তবু আমি অবাক হয়ে চেয়ে থাকি
তোমার আবছা মুখের দিকে
ভালোবাসি তোমার রূপ, সৌন্দর্য, লাবন্য।
ঠিক আজও তোমায় এমনি ভাবে দেখি
আর আকাশ কুসুম ভাবি —তবু তোমায়
নগ্ন ভাবিনি কোন ভাবে।
মনে পরে —গভীর অন্ধকার, অমাবস্যা তিথি
ঝিঁঝিঁ পোকার ডাক মনে করিয়ে দেয়
নাম না জানা পাখির —কর্কশ ধ্বনি।
তোমার মনে গুমোট ভাব,—বাইরে মেঘের গর্জন
সে সময় কেউ ছিলোনা এখানে —
শুধু তুমি আর আমি
তবু কোন কথা হোলনা —তোমাতে আমাতে।
বলা হোলনা, পুঞ্জিভূত বেদনার কথা।
তুমি চলে গেলে —
সময় সরে গেলো
একটা দিন।
বিধাতার —নির্মম নিষ্ঠুর অব্যক্ত একটা কথা —
নিসর্গ পৃথিবী লাঞ্চিত হয়েছে বহুবার —-
তারই মাঝে আমি একা
বসে আছি শিওরে তোমার।