কবিতায় পদ্মা-যমুনা তে সিন্টু কুমার চৌধুরী

হেমন্তের আশা
কাল না হয় দেখা হবে শিশির ভেজা ভোরে
আলের পাড়ে
সোনালী ধানের গন্ধে
চেনা মনে অচেনা নেশায়
আনন্দের সুরে, সুরের নাচনে
অনাবিল মুগ্ধতায়
সবুজের সমুদ্রে সোনালী রঙ ধরায়।।
কাল না হয় ছুঁয়ে যাবে আবার
লজ্জাবতীর কোমল লাজ
হঠাৎ ন্যাড়া মাঠের নরম মাটিতে
পায়ের চিহ্ন এঁকে
লাঙলের-শামুকের সংসার মাড়িয়ে
সোনাঝুরির স্থায়ী সমান তালে!
স্বপ্নের সোনায় ভরছে মন
ভরছে গোলা!
মন ভরছে খুশিতে,
উদর ভরছে মিষ্টান্নে, পিঠায়
পিঠা ভরছে রসে ডুবে!
আবার না হয় ভিজতে হবে সুরের
অনিন্দ্য ধারায়
মাদল-ঢোলক-মন্দিরার
মিলনে মিলবে সবাই।