কবিতায় সিন্টু কুমার চৌধুরী
by
TechTouchTalk Admin
·
Published
· Updated

সহকারী অধ্যাপক ও
বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ
ডুলাহাজারা কলেজ,
চকরিয়া, কক্সবাজার।
সাবেক সভাপতি বন্ধুসভা, চকরিয়া।
নির্বাহী সদস্য
বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম।
আলতো ছোঁয়ায়
কান্না পেলো মন জুড়ে, সেদিন
একটুকু আলতো ছোঁয়ায় আজন্ম
গোপনে রাখ লজ্জা তাড়িয়ে দিয়ে
তোমার দাপুটে বসতি আমার অস্তিত্ব
জুড়ে। কি স্বপনে কি জাগরণে!
নীরবে সরবে বারবার জানিয়ে দিচ্ছ
আমার এমন হয়ে নৈবেদ্য সাজানো
অবয়ব তোমার গ্রহণের অপেক্ষায়,
পুরোহিতহীন পুজোয়
পুষ্প বিল্বপত্র দূর্বা চন্দন সুগন্ধ গঙ্গা জলবিহীন
আরাধনায় আমার গোপন গিরিখাদ
সন্ধিসিঁথির অদ্ভুত নৈবেদ্য
ওষ্ঠ যুগল লাল জবা
অক্ষি যুগল বিল্বপত্র
অশ্রু গঙ্গাজল
অবাঞ্ছিত দুর্বাদল
একত্রে সাজিয়ে রেখেছে এ কোন পূজারী
কোন দেবতার উদ্দেশ্যে
আমি জীবন্ত নৈবেদ্য আমার ঠাকুরের
হৃদয়-আশ্রিত দক্ষিণা সমেত অকুন্ঠ অধীর
আগ্রহে, ঠাকুরের হৃদয়গ্রাহী
হবার অদম্য আরাধনায়, তীর্থস্থান হতে
তীর্থস্থানে ঘুরে বেড়িয়ে স্থির হয়েছি
তোমার আলতো ছোঁয়ায়,
আরাধ্য দেবতার সানিধ্যে
সম্বিৎ ফিরে পাই, গভীর ছোঁয়ায়
হৃদয় ছোঁয়ায়!