দিব্যি কাব্যিতে সঙ্কর্ষণ
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
বহুমাত্রিক
শীতকাল আগতপ্রায়…
না তেমন জানলা আছে, না তেমন উঠোন।
মুঠোয় ধরা বালির মতো ‘ফুরোলো ফুরোলো’ দিন
রাত বেড়ে চলে…
আমাদের তেমন ভালোবাসতে নেই
যা শুনিয়ে লোককে আনন্দ দেওয়া যায়না।
ভেতরের আগুনে হাত পা সেঁকে নিই।
এই যে আচ্ছন্ন দৃষ্টি, এই জেগে থাকা ঘুম
নতুন কোনো সৃষ্টি করতে জানেনা।
দিগন্তবিস্তৃত ব্যাকুল হৃদয়…
এখানে একখণ্ড জমি কিনে তোমায় দিলাম,
উপহার দিতে হলে পাশে কাউকে চাইনা।
অমন করে হাসছো কেন আয়না?
খেরোর খাতাটি নিয়ে যাও…
মনে রেখো, ভাবনা কথা বলতে জানে।
এই শীতলতার স্পর্শ, বৃষ্টিতে কার অশ্রুধারা
গ্রীষ্মের ন্যায় বিচ্ছেদে ওঠে প্রদাহ।
শোনো শোনো একাকীত্ব বন্ধু আমার
বুকের ভেতর শিলাইদহের রবীন্দ্রনাথ জন্ম দাও।
সন্ধ্যা নেমেছে আজ কতোদিন হয়ে গেলো।