চিরকাল আমাদের সমাজে পুরুষের থেকে নারীকে ছোটো হয়ে থাকতে হয়|
অথচ বর্তমান সমাজে নারী আজ পুরুষের থেকে কোনো অংশে কম নয়|
যে নারী সংসার সামলায়, ভাত রাঁধে, চুল বাঁধে সে নারী ধরতে পারে অস্ত্র|
সীমান্তে পাহারাদার হয়ে নারীও আজ করতে পারে জঙ্গীদের পরাস্ত|
যে নারী রাস্তাঘাটে প্রতিনিয়ত পুরুষদের কাছে ইভটিজিং এর শিকার হয় |
সেই নারী ও আইনের রক্ষক হয়ে হাতে বন্দুক তুলে নিতে আজ পায়না ভয়|
যে নারীকে ধর্ষনের শিকার করা হয়, সেই নারীকেই ধর্ষক মা বলে ডাকে|
আজ সেই নারীই কিন্তু পুরুষদের আসন স্বামী হিসাবে মাথায় করে রাখে |
যে নারী সকল অপমান ভুলে সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে দিতে পারে|
সেই নারী মহাকাশেও যেতে পারে আবার পর্বতের সর্বোচ্চ শৃঙ্গও ছুঁতে পারে|
যে নারী নিজের সন্তানের জন্য সকল ইচ্ছা হাসিমুখে বলিদান দিতে পারে|
সেই নারীই পুরুষের মানসিকতার কাছে রোজ প্রতিদিন প্রতিনিয়ত যাচ্ছে হেরে|
পুরুষতান্ত্রিক আমাদের এই সমাজ তাই কখনো মনে রাখে না নারীর মাহাত্ম |
নারীর গর্ভে জন্মায়, আবার নারীর উপর অত্যাচার করে সমাজে দেখায় পুরুষত্ব|
যেদিন প্রতিবাদী হবে নারী, সেদিন কোনো পুরুষ কখনো পারবে না তাদের দমাতে|
পুরুষের বিরুদ্ধে যেদিন গর্জে উঠবে নারী, পারবে না কেউ তাদের থামাতে|
নারীই রাঁধুনি, গৃহিনী, পৃথিবীতে নারীই হল সকল মানুষ, অমানুষ, নারী, পুরুষের জননী|
প্রয়োজনে নারী হতেও পারে যোদ্ধা, বিদ্রোহীনি কিংবা শক্তিরূপে অস্ত্রধারিনি|