অণুগল্পে শমিত কর্মকার

অবাক হবেন না
রাজুদের বাড়িতে আজ সকাল থেকেই ভীষণ ভির। আশেপাশের অনেকেই প্রশ্ন ওদের বাড়িতে এতো ভির কেন? বাড়ির সামনে ফুল দিয়ে সাজানো হয়েছে লাইট লাগানো হয়েছে বক্সে গান বাজছে। হঠাৎ রাজুর দেখা পাওয়ায় পাড়ার লোকেরা জিজ্ঞাসা করল রাজু তোদের বাড়িতে আজ কি? রাজু বলল আমার মায়ের মা মানে আমার দিদিমার আজ ১০৫ বছর পূর্ণ হচ্ছে। তাই তাকে শোভাযাত্রা সহকারে পালকিতে আমাদের বাড়িতে নিয়ে আশা হবে। আর তার আরো বিশেষ গুণ তিনি এই বয়সেও দারুণ গান গাইতে পারেন। পাড়ার লোকেরা অবাক ১০৫ বছর! তাহলে আজ তো সব কিছু দেখতেই হবে। রাজু বলল নিশ্চয়ই নিশ্চয়ই সবাই আসবেন। ঠিক বিকাল চারটায়।সবার আমন্ত্রণ রইল। ১০৫র জয়!