সাতে পাঁচে কবিতায় সরিফা খাতুন

আপন-পর
চিরদিন যারে আপন বলিয়া
তুই বুকে দিলি ঠাঁই,
সেই তোরে ছেড়ে গেল
আজ কোনো কারণ ছাড়াই|
যারে তুই ভেবেছিলি পর
শুধু করতিস তারে দূরছাই,
আজ বেলাশেষে তুই পেলি
সেই তারই বুকে আশ্রয়|
আপন যারে ভাবলি চিরদিন
সে তো আপন নয়,
এতোদিন পর বুঝলি তুই?
মানুষ চেনা সহজ নয়,
আজ শেষ পর্যায়ে তোর
কি আর করার আছে?
বন্ধু যারে ভাবলি তুই
সেই শত্রু তোর পাছে||