সাতে পাঁচে কবিতায় সরিফা খাতুন

শখের কবি

আমি ভালোবাসার মাঝে ছন্দ খুঁজি
নই আমি কোনো লেখিকা বা কবি|
শখ হতো তাই দু-একটা লিখতাম
লেখা হল আমার ভালোবাসার ছবি|
তোমরা আমার লেখা পড়ো,
তাই আমি লিখতে পারি|
তোমাদের অনুপ্রেরণায় আমি
শব্দের সমাহার তৈরি করি|
না হলে কি,আমার সাধ্য ছিল
এত গল্প , কবিতা লেখা?
কেউ কখনো আমার লেখা পড়বে,
এ ছিল আমার বৃথা স্বপ্ন দেখা|
আমার সকল গল্প, কবিতায়
ফুটে ওঠে যেসব ভাষা|
সে সবই হল আমার প্রতি
তোমাদের অফুরন্ত ভালোবাসা|
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।