T3 || সমবেত চিৎকার || বিশেষ সংখ্যায় শমিত কর্মকার

কেউ থেমে নেই
দিন আসে দিন যায়
বহু ঘটনার মধ্যে ঘটে যায় ঘটনা,
চেপে রাখা ঘটনা হঠাৎই হলো প্রকাশ
সারা দিক জেনে গেল এ শুধু ঘটনা নয় এটা কলঙ্কময়।
এক থেকে একশো জানলো সারাদেশ
ছিঃ ছিঃ করে এগিয়ে এলো সবাই
ঘটে যাওয়া ঘটনার সবাই চাই বিচার
পথে নেবে এলো সবাই কেউ যেন বাদ নাই।
ঘটনা ঘটে অনেক এযেন এক অন্য ঘটনা
সবার মধ্যেই জেগে উঠলো কিছু না বললে হবেনা
এমনটা যেন আর হয় না বার বার
যুক্তি তর্কের মাঝেই চাই একটাই কথা ঘটনার বিচার চাই।