T3 || বিশ্ব কবিতা দিবস || সংখ্যায় সরিফা খাতুন

কবিতার জন্ম
একটা কবিতা লিখতে গিয়ে কত কবিকে
একটা বৃক্ষের কাছে নতজানু হতে হয়েছে।
একটা ভাঙ্গা দেওয়ালের কাছে দীর্ঘক্ষণ বসে
কালের পর কাল অপেক্ষার প্রহর গুনতে হয়েছে।
কত কবিকে পাড়ি দিতে হয়েছে সাত সমুদ্র
তেরো নদী! পাড়ি দিতে হয়েছে দেশ – বিদেশ।
ঘুরতে হয়েছে মাঠ, ঘাট, গ্রীষ্মের তপ্ত দুপুরের রাস্তা।
শীতের ভোরে ছুটতে হয়ছে রাস্তার মোড়ে কিংবা পাহাড়ে।
শুধুমাএ একটা কবিতার জন্য কত কবিকে
কত প্রেমিক-প্রেমিকার সম্পর্ক ভাঙতে হয়েছে।
একটি কবিতার জন্য কবিকে নির্জন জায়গায়
অঝোর নয়নে কেঁদে বুক ভাসিয়ে দিতে হয়েছে।
শুধু একটা কবিতার জন্য কত প্রেমিক প্রেমিকা
অচিরেই হত্যা হয়েছে কবির কলমে!
হত্যা হয়েছে পৃথিবীর আলো না দেখা কত শিশু,
পূরণ হওয়ার আগেই ভেঙে গেছে কত বাবা মায়ের, কত সন্তানের স্বপ্ন।
কবিতার স্বার্থে কত বার কত কবি মৃত্যুদণ্ড দিয়েছে স্বয়ং ঈশ্বরের।
কবিতার স্বার্থে কতবার ভুল বলেছে ঈশ্বরের বিচারকে।
কবির কলমে কবিতা এত সহজে আসেনি,
কবিতা কখনোই এত সহজে আসে না।
একটা কবিতা খুঁজতে কবিকে ডুব দিতে হয়
শব্দের অতল সমুদ্রে, শব্দ খোঁজার জন্য।
এভাবেই হয়ে থাকে একটি কবির কলমে
একটি পাঠকদের মন পছন্দের কবিতার জন্ম।
কবিতার জন্ম দেওয়া সহজ কাজ নয়,
কবিতার জন্ম দিতে হলে, ভিতরের গভীর অনুভূতিগুলোকে নিংড়ে বের করে আনতে হয়।