T3 || আন্তর্জাতিক মাতৃভাষা দিবস || বিশেষ সংখ্যায় সুমন কয়াল

অনন্য উপহার

কি দেবো প্রীতি-উপহার
ভাববে না কেহ আর
শুধু হাতে রবে আমার
গর্ব নয় তৃপ্তি ভরার l
এমন কিছু প্রীতি-উপহার
সব প্রীতিকে ছাপিয়ে যাবার
শুভ-কামনা পরম পিতার l
এমন কিছু প্রীতি-উপহার
মনের ঘর সাজিয়ে রাখার
মনের কুঁড়ি ফুটিয়ে তোলার l
এমন কিছু প্রীতি-উপহার
সারা জীবনে আসে একবার
সারা জীবন হৃদয়ে রাখার l
এমন কিছু প্রীতি-উপহার
প্রেরণা হয়ে এগিয়ে চলার
সৃষ্টি-সুখে মাতিয়ে তোলার l

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।