• Uncategorized
  • 0

দিব্যি কাব্যিতে সরিফা খাতুন

জীবনযুদ্ধ

মৃত্যু কষ্টকর কিন্তু তার থেকেও
বেশি কষ্টকর হল বেঁচে থাকা|
জীবনের মানে খুঁজতে গেলে
দেখবে যার পুরোটাই ফাঁকা|
জীবন বড়ো বিস্ময়, জীবন
সুখ – দুঃখের এক সমন্বয়|
যা উপহার মোড়ক সুন্দর
বাক্সের মতো চাকচিক্যময়|
উপরটা দেখতে অনেক সুন্দর হয়
ভিতরটা আসলে সবার অজানা|
জীবন মানেই কিছু না বলা কথা
ও জমে থাকা ব্যাথা-বেদনা|
জীবন মানে অতীতের স্মৃতি
আর ভবিষ্যতের পরিকল্পনা|
জীবন মানে কিছুটা বাস্তব
আর কিছুটা কল্পনা|
জীবন মানে এক যুদ্ধক্ষেত্র
যা ছেড়ে আসা কঠিন অতি|
জীবন মানে এক গন্তব্যস্থল
মৃত্যুই যার একমাত্র বিরতি।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।