T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় সংঘমিত্রা সরকার কবিরাজ

বলো দুগ্গা মায়ের জয়
ড্যান কুরাকুর কুরুর কুরুর ঢাকের তালে তালে
ছেলে বুড়ো নাচছে সবাই , ঢাকের কাঠির বোলে।
বলো দুগ্গা মায়ের জয় , দুগ্গা মায়ের জয় ….
রাজার বেটি উমা আমার মা মেনকা রানী
শিব ঘরনী হয়ে সে যে স্বেচ্ছা ভিখারিনী।
বরণ করে ডাকি তাকে, দিই শিউলি ছড়া।
আকাশ পেঁজা তুলোর পাহাড় , কাশের ফুলে ভরা ।
মেনকা রানী বেজায় খুশি আসছে তার মেয়ে
নাড়ু , মোয়া বানান তিনি পাকশালেতে গিয়ে।
এমন খুশির খন আসেনা সকল মায়ের ঘরে
বিদেশ বিভূঁই পড়ে থাকে চাকরী সেথা করে
ছুটি নেই ছাটা নেই শুধুই কাজের জুলুম
গলা জড়িয়ে বলে না , মারে ঘরে এলুম।
কারো আবার ছানাপোনা মামাবাড়ি ধার ধারে না
ছুটি মানে এদেশ ওদেশ ঘুরতে যাবে সেই বায়না।
নাড়ু মুড়ি খাবার নাকি দে আর সো ব্যাকডেটেড
ডমিনোজ ,ম্যকডোনাল ফাস্টফুড ভেরি ইম্পর্টেন্ট ।
ছেলে মেয়ে ছেড়ে উমার হয় না আসা বাপের ঘর
এবার যাওয়া হবে না , ফোনে বলে ক্লান্ত স্বর।
নীলকণ্ঠ তবুও উড়ে জানাই মায়ের আগমন
আগমনীর সানাই বাজে কাঁদতে থাকে শূন্য মন।
তবু তোমরা বোলো সবাই দুগ্গা মায়ের জয়
পুজোর খুশি ফিরে ফিরে বছর বছর হয়।