T3 ক্যাফে হোলি স্পেশাল এ সুমন কয়াল

রঙের বন্ধন
কার ঘরে রঙনাই ঘরে বসে ভাবো তাই,
রঙ চাই রঙ চাই দেবো রঙ কত চাই ?
খোকাখুকু ছুটে এসো সবাই,
এসেছে হোলী এসেছে
রঙে আবিরে খুশির মনে মেতেছে ।
রঙ চাই রঙ চাই যত নেবে দিতে চাই
যত দেবে নিতে চাই ভয় নাই লাজ নাই।
এ এক মজার রঙের মেলায়
এসো না মিলি ,
রঙের আবেশে মাটির এ রঙ
কিছুক্ষণ ভুলি ।
চেনা গ্রাম পথ ছাড়িয়ে
রঙ নিয়ে যাই হারিয়ে
রঙে রঙে দেবো ভাসিয়ে
ফাটা মাটি রাঙা মাটি যে তাই ।
রঙে রঙে খেলা শেখাবো
রঙে রঙে রঙ মেলাবো
রঙে রঙে স্বপ্ন ঝরাবো
রঙে রঙে সঙ্ হবো সবাই।
হোলীর রঙ যেন এক বর্ণমালা
এখনো তো হয়নি শেখা
এখনো তো হয়নি লেখা
প্রাণের যত কথা!
রঙে রঙে আজ হাসবো
রঙে রঙে কথা কইবো
রঙে রঙে ভাল বাসবো
রঙে রঙে এক হবো সবাই।