কবিতায় শমিত কর্মকার

রূপরেখা
সন্ধ্যা তো রোজই হয়,
কিন্তু আজকের সন্ধ্যা অন্যরকম।
পশ্চিম আকাশে তাকাতেই যে দৃশ্য ফুটে উঠল,
একটা সুন্দরী মেয়ে লাল সিঁদুর মেখেছে সারামুখে
কপালে তাঁর বড় লাল টিপ
সবাই দেখতেই লজ্জায় মুখে ঢাকা দেয়
ঘরে ঘরে বেজে উঠলো শাঁখ
প্রদীপের আলো জ্বলে উঠলো ঘরে ঘরে
দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা হয়ে গেল।