T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় শেখর কর

পাখিদের মত
পাখীদের মত করে বলতে কে আর পারে !
ডালে বসে , আকাশে ভেসে , হৃদয়ের সত্যে
কথা কয় ওরা ।
আজীবন মানুষ যা বলে , কিছুটা সত্য আর
অনেকটাই সত্যের মত ।
উহ্য থাকে অসংখ্য সার কথা !
পাখীদের দল কিছুই লুকোয় না
ভোরে যে কথার জানান দিয়ে ঘর ছাড়ে ,
সন্ধ্যায় তার সুরেই ফিরে আসে ।
কথার আশ্বাসে ঘর বেঁধেছিল সুদর্শনা ।
তারপরের কথা, জানে পাখিদের দল
নিস্তব্ধ ঘাট আর অতল দীঘির জল…।