বৈশাখে বছর শুরু দিয়ে গনেশ পুজো।
জ্যৈষ্ঠ তে জামাই ষষ্ঠী হয় যে পেট পুজো।
আষাঢ় মাসে জগন্নাথ আসেন রথের সাথে সাথে।
শ্রাবণ মাসে ঝুলতে ঝুলনে রাধাকৃষ্ণ ঝোলেন।
ভাদ্রমাসে একটু ছুটি মলো মাস বলে।
আবার শুরু আশ্বিন মাসে দুগ্গাদেবী আসেন।
কার্তিক মাসে আসেন উনি মায়ের ছোট ছেলে বলে কথা।
অগ্রহায়ণ মাসে ওঠে যে ধান সোনালী রঙে মোড়া।
পৌষ মাসেতে শীত যে আসে পিঠে পুলি নিয়ে।
মাঘ মাসেতে আসেন দেবী পড়াশোনা দিয়ে।
ফাল্গুনেতে রেঙ্গে ওঠে ফাগুন রঙে দোল।
চৈত্র মাসে শিমুল পলাশ দোলে হাওয়ায় লাগে বসন্তের পরশ।
মাসের পর মাস বাঙ্গালী তাই মেতে ওঠে উৎসবটা আসে বলে।
গ্ৰষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্তের এই তো লিলা খেলা।