T3 || স্তুতি || শারদ বিশেষ সংখ্যায় শমিত কর্মকার

খুঁজে পাওয়া একটা ভোর
আমার প্রিয় শহরের একটা রাস্তা
একাকী যখন হেঁটে যাই
আধো আলোতে ভোরের হাওয়ার আদর খেতে খেতে
এক অনাবিল স্নিগ্ধ পরিবেশ খুঁজে পাই
কিন্তু কোন এক হাহাকারে মনটা হু হু করে তোলে।
আরও কিছুক্ষণ পর রোদ জেগে উঠল শিশুর হাসির মতো
আমি একাকী সূর্যকে প্রণাম জানাই
তখন মানুষের সারা জাগেনি চারিদিকে
এদিকে সেদিকে তাকাই আর কান পাতি।
না ,আমাকে কেউ ডাকছে না কোন গলি থেকেও না
আমি চুপি চুপি একটি চায়ের দোকানে
কেউ আমাকে আপ্যায়ন করে ডাকেনি
তবুও যেন মনে হচ্ছে কে যেন ব্যাকুল কন্ঠে আমন্ত্রণ জানাচ্ছেন।
আবার হাঁটতে থাকি নিজে নিজেই
যদি কেউ অবহেলা করে বলে এখানে কেন
হায়, এ কেমন জগতে থাকি আমি
যেখানে শুধু দেনা পাওনায় মেলে যোগ্য সম্মান
জাতপাতের উর্ধ্বে উঠে কেউ কি করবে না যোগ্যতার বিচার।
সবশেষে আবার সেই ঘরেই ফিরে যাই
শূন্য পার্ক বন্ধ দোকান কয়েকজন মানুষ পথে পথে।