• Uncategorized
  • 0

সাতে পাঁচে কবিতায় সরিফা খাতুন

পছন্দ এবং অপছন্দ

আমি পছন্দ করি ওয়েস্টার্ন ড্রেস,
সে পছন্দ করে বাঙালি বধূ সাজ|
আমি পছন্দ করি ঘোরাঘুরি করতে,
সে পছন্দ করে বাড়িতে থাকতে|
আমি পছন্দ করি রবন্দ্রসঙ্গীত,
সে পছন্দ করে রোমান্টিক গান|
আমি পছন্দ করি লিখতে,
সে পছন্দ করে শুনতে|
আমি পছন্দ করি সোস্যাল মিডিয়া,
সে পছন্দ করে ঘরকন্নার কাজ|
আমি পছন্দ করি ভেজেটেবলস,
সে পছন্দ করে নন ভেজেটেবলস|
আমি পছন্দ করি চাইনিজ ফাস্টফুড,
সে পছন্দ করে বাঙালির রান্না|
আমি পছন্দ করি লিপস্টিক পড়তে,
সে পছন্দ করে কাজল, সোনার গহনা|
আমি পছন্দ করি উপন্যাস, কবিতা,
সে পছন্দ করে হিন্দী সিনেমা|
আমি পছন্দ করি স্বামী-স্ত্রী বন্ধুর সম্পর্ক,
সে পছন্দ করে ব্যাকডেটেড স্বামী-স্ত্রী সম্পর্ক|
আমি পছন্দ করি যে যার নিজের মতো চলতে,
সে পছন্দ করে তার পছন্দমতো চালাতে|
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।