কবিতায় সঞ্জয় কুমার কর্মকার

প্রতিচ্ছবি
সময়ের কথাগুলি সুপ্ত হয়ে থাকে,
হাজারো অস্থিরতা এবং বিচিত্র
কত গুচ্ছ শতরঙা ছবি…
অবিরল শুস্ক-নীরস জীবন
আত্মনিষ্ঠার মগ্ন চূড়ায় বসে
ভাবি…
দোলানো কাশফুল আর মথিত সেই ঢেউ বড়ই উন্মন করে ওঠে,
নিত্য অঘোর নিঃশেষের দিকে
এগিয়ে চলেছে জীবন…!
জলের স্থাপত্যে ভেসে চলেছে
জলছবির সেই দিনগুলি,
জলজ্যান্ত সব প্রতিচ্ছবি ভেসেই
চলেছে সুষম জীর্ণ রসে ভরে।
গতির ঝলকে সেই পুকুর আর সেই দীঘি,
আর ছড়িয়ে থাকা সেই নোয়ানো কদম্ব গাছের সুবাস…
কোলাহলময় রুদ্ধশ্বাস আর অবিরল সব জলচিত্র নির্ঘন্ট নিঃসঙ্গতায় আরাধ্য সংগীতের মতো হৃদয়ে সমন্বিত স্পর্শ
করে শমগুণ সৌম্যের দিনগুলি যেন অদৃশ্য হয়ে গেছে…
গহন ঘোরে মাথা চুঁইয়ে বিন্দু বিন্দু জল ঝরে যায়,
ঠোঁটে ভেজা জল অতল স্পর্শে আপসেই ভেসে যায়…
নির্বাসন বাসর সাজিয়ে রেখেছি প্রিয়, কত দিন আর অবসন্ন বিকেলেই দ্যাখো যদি বিদায় নিয়ে চলে যাই॥