|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় সরিফা খাতুন

পুজোর খুশি
রোদ ঝলমলে দিনের আকাশ
সকালবেলার ঐ স্নিগ্ধ বাতাস,
বাতাসে ঐ ফুলের সুভাস
জানান দিল খুশির আভাস।
এসছে মা আবার ধরায়
পুজো পুজো গন্ধ ছড়ায়,
খুশিতে প্রাণ হয় মাতোয়ারা
আনন্দে মন হয় দিশেহারা।।
দুলিয়ে মাথা কশফুলের রেণু
বাজলো তোমার আলোর বেণু,
মায়ের গায়ে উঠলো মাটি
পড়লো ঢাকে পুজোর কাঠি।।
চারিদিকে ঐ খুশির জোয়ার
ভাঙলো মনের বন্ধ দোয়ার।।
বাজলো তোমার আলোর বেণু
নতুন পোশাক আর নতুন সাজে খুশিতে নাঁচে মন,
মায়ের আশীর্বাদে যেন জুড়িয়ে যায় সবার প্রাণ।
শরতের আকাশে এখনও দেখো সাদা মেঘের খেলা
মায়ের আগমনে যেন কেটে যায় সকল কালবেলা।
সেজে উঠেছে পাড়ার মোড় প্যন্ডেলের নতুন সাজে,
চারদিন শুধু কাটবে মজায় চাপ নেইকো কাজে।
বাতাসে এখনো ভাসছে দেখো কাশফুলের রেণু,
ঐ দেখো শোনা যায়, “বাজলো তোমার আলোর বেণু”।
যাই হারিয়ে
পুজোর ঐ অষ্টমীতে
তুমি আমি দুজনাতে,
চলোনা যাই হারিয়ে
তেপান্তরের মাঠ পেরিয়ে।
যেখানে থাকবে না কেউ
নদীতে উঠবে না ঢেউ,
তুমি আমি দুজনাতে
চলোনা যায় হারিয়ে।।