সম্পাদকীয়

১৫ই মার্চ ২০২৩, আমরা যারা বাংলার লিটিল ম্যাগাজিন কর্মী, তাদের সবার জীবনে অত্যন্ত দুঃখের দিন এটি। কাল বিকেল বেলা আমরা আমাদের কাছের মানুষ, প্রিয় অভিভাবক, কলকাতা লিটিল ম্যাগাজিন লাইব্রেরী ও গবেষণা কেন্দ্রের প্রাণপুরুষ শ্রীযুক্ত সন্দীপ দত্ত কে হারিয়েছি। তার প্রয়াণে টেক টক টাচ পরিবার শোকাহত। আজকের এই বৃহস্পতিবারের পাতা আমরা সন্দীপদাকে উৎসর্গ করলাম।
শমীক জয় সেনগুপ্ত