T3 সাহিত্য মার্গ || ১৫০ তম উদযাপন || সংখ্যায় শমীক জয় সেনগুপ্ত

একলা বড় ভয় করে
মুগ্ধ হয়ো
ইচ্ছে মতো মুগ্ধ হয়ো
চোখের ভুলে
জল যে ছাঁদে পাতার ওপর
সোহাগবিন্দু হয়ে ঘোরে
তেমন করেই ধরে রেখো
ইচ্ছে পোষা পাখির খাঁচা
শুকিয়ে যাওয়া তুলসীতলায়
মাটির সঙ্গে মিশেই যেও
জলহীন এক একলা রাতে
শ্রাবণ আকাশ গুমোট মেঘে
যেমন করে জানান দিচ্ছে
আছি, আছি, আছি এবং
গরম ভাপে প্রাণ তিয়াসা
ঠিক সেভাবে থেকে যেও
যেও, কিন্তু ফিরে এসো
একলা বড় ভয় করে যে।