T3 || দোল পূর্ণিমা স্পেশাল || এ লিখেছেন শমীক জয় সেনগুপ্ত

হঠাৎ করে আমার জন্য ডুবতে পারো!
ডুবতে ডুবতে ডুবসাঁতারে পোক্ত হবে
একশ্বাসেতে সটান চুমু ঠোঁট আঙিনায়
আমার ঠোঁটে সোহাগচিহ্ন রাখবে কবে?
কি ভেবেছো, এই অবেলায় বসন্তকাল
গলায় দোলে পলাশ-আগুন রক্তঝোরো!
ওসব দেখে একলা তুমি নও মুসাফির-
দুচোখ জুড়ে রঙ লেগেছে বসন্তরও।
চাপ চাপ সব আবির ঝরে চাপদাড়িময়।
মাইরি বলছি, হালকা করে ক্রাশ খেয়েছি ।
দু আঁজলাময় বৃন্ত ছুঁয়ে এক ফাগুনে
হোমশলাকার তাপ শরীরে আজ মেখেছি ।
এরপরেও অবগাহন অসম্পূর্ণ !
ঝুটো মনে নিজেকে যে দিচ্ছ ফাঁকি,
বেশ বুঝেছি প্যাচপ্যাচে এই মরশুমেতে
অতলেতে ডোবার কিছু নেই যে বাকি।