T3 || রবি আলোয় একাই ১০০ || সংখ্যায় শমীক জয় সেনগুপ্ত

বৈশাখের কবিতা
যে রাত ঘুমন্ত, আর যার চোখে ঘুম নেই রাতে
তাদের অগোচরে সুর হয়ে থেকে যায় কথা
তোমাকে ছুঁতে চেয়ে বারবার সরে গেছে হাত
সে দায় হাতের নয়, দোষী শুধু স্পর্শে জড়তা
তবুও ধুলো ঝেড়ে গলা সাধাসাধি করে খুব
নিদাঘের প্রেম লেখে সঞ্চয়িতার বুকমার্ক
এস. এম. এস. চালাচালি করে যত অবুঝ রকেরা
রিহার্সালের ফাঁকে ভুল সুরে ইশারাটা থাক
এভাবেই ফিরে আসা নতুন নতুন মুখ ধরে
শাশ্বত হয়ে গেছে তাদের দেখানো অজুহাত
বৈশাখে যত জোড়া চোখাচুখি করে ফাংশনে
তাদের সবার মাথা চিবিয়েছে রবীন্দ্রনাথ।