দিব্যি কাব্যিতে শমীক জয় সেনগুপ্ত

শীতায়ন
শীতের মত শুয়ে আছি
হাঁ করে ঘুমোচ্ছে তার কোল
আমিও সেই হাঁ-কারে সেঁদিয়ে উঠেছি
বাকিদের জবানীতে
বদ্ধ পাগল
ঘুমের মত জেগে আছি
চোখ তার ভেল্কির মত
তার ঘুম-পাহারায় আমিও অতন্দ্র প্রহরী
বাদবাকি ভিডিওতে
একান্ত ব্যক্তিগত