|| বাইশের বাইশে শ্রাবণ একটু অন্যরকম || বিশেষ সংখ্যায় শমীক জয় সেনগুপ্ত

বিরহী
ভেসে গেছে শ্রাবণের মেঘে
সমস্ত সুর লয় যত
বারবার বৃষ্টির ছাঁট
ভিজিয়েছে পুরাতন ক্ষত
উদাসী জানলাটা জানে
মনে পড়া অবান্তর তাই
আলফাজ নিখোঁজ এখন
আনমনে স্মৃতি হাতড়াই
স্মৃতির আর দোষ কতটুকু
সঞ্চয়িতার সব দায়
কবিতাই এক করেছিল
আজও তাই সেই সামলায়
মাঝখানে হাইফেন হয়ে
ভানুদাদা সব দেখে যায়
বিরহকে মুছবার ছলে
বৃষ্টিও ঝরে অসহায়।